আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:৫৩

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-29
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পতাকা উত্তোলন, ত্রি-মাত্রিক আলোকচিত্র প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, শিশু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মধুপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার(১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদের মধুপুর অডিটরিয়াম চত্তরে জাতীয় পতাকা উত্তোলন শেষে পৌর শহরে মুক্তিযোদ্ধা জনতার অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
মধুপুর পৌরসভার আয়োজনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। একই সাথে শিল্পী শামীম আকন্দের মুক্তিযুদ্ধের দুর্লভ ত্রি-মাত্রিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ মধুপুর উপজেলা কমান্ডের কামান্ডার পরিমল কান্তি গোস্বামী । তাঁর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী ও আক্তার হোসেন খান। এ সময় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌর আ’লীগের সভাপতি ছিদ্দিক হোসেন খান, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদশর্নী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয় জেলা পরিষদের মধুপুর অডিটরিয়ামে। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মাসুদ পারভেজ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno