মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা সবাই পিকআপভ্যানে ছিলেন।
নিহতরা হচ্ছেন- জামালপুরের ইসলামপুর উপজেলার সবজি ব্যবসায়ী মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক(২৮), একই গ্রামের শাহাজল সেক(৪২), পিকআপ চালক একই উপজেলার হেকমত আলীর ছেলে সুজন মিয়া(২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন(২৮)। তারা সবাই সোমবার(১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকায় সবজি বিক্রি করে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। গুরুতর আহতাবস্থায় একজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) রাসেল আহমেদ জানান, মঙ্গলবার ভোরে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সামনে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।