আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:৫৫
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

মধুপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মিলন মেলা চলছে

দৃষ্টি নিউজ:

dristy-16
টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিংহ বিভাগীয় মধুপুর, টাঙ্গাইল, গোপালপুরসহ ১৮টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীর দুইদিনের মিলন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় মধুপুর অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে দুইদিনের কর্মসূচি। সুইড বাংলাদেশ মধুপুর শাখার উদ্যোগে ওইসব বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এ মিলন মেলার আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম।
অতিথিদ্বয় বুদ্ধি প্রতিবন্ধী শিল্পীদের কণ্ঠে কন্ঠ মিলিয়ে ‌’যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে…’ রবীন্দ্র সংগীত এবং ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও’ আধুনিক গান গেয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
সুইড বাংলাদেশ মধুপুর শাখার সহ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন এএসপি আলমগীর কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারাহ্ সাদিয়া তাসনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. দুলাল চৌধুরী, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন ডলি।
দ্বিতীয় দিন শনিবার(৩১ ডিসেম্বর) মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে সাবেক মন্ত্রী, বর্তমান জাতীয় সংসদের অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মধুপুর উপজেলা সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়