দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামে শনিবার (১৭ সেপ্টেম্বর) বড় ভাইয়ের হাতে ছোট ভাই আকবর (৪২) খুন হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন (৪২)।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মুক্তার হোসেনের বেদম পিটুনিতে আহত হন আকবর। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।