আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:২৪

মধুপুরে ৬ জুয়াড়ি ও ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

wcuup-ui-00900টাঙ্গাইলের মধুপুরে ছয় জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছয় জুয়াড়ি হচ্ছেন, উপজেলার টেংরি গ্রামের আব্দুর রশিদের ছেলে স্বপন (২৮), একই গ্রামের আয়েত আলীর ছেলে ফজলু (৩০), মৃত ইউনুস আলীর ছেলে সাইফুল (২৯), টেওয়ান আলীর ছেলে বাচ্চু (৩২), লোকমান আলীর ছেলে আলমগীর (৩১) ও দানেশ আলীর ছেলে খলিল (২৭)। দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন, পৌর শহরের মালাউড়ী গ্রামের হযরত আলীর ছেলে মোশারফ হোসেন ও পুন্ডুরা গ্রামের মোন্তাজ আলীর ছেলে মনছুর হেলাল।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, দুপুরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় জুয়াড়িকে ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড ও দুই মাদক ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno