আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:১৬

‘মানুষ বড় না ধর্ম বড়’ এ জিজ্ঞাসা নিয়ে আসছে নতুন জুটি শুভ-তানহা

 

দৃষ্টি বিনোদন:
tanha20160918134218
বড়পর্দায় এবার আসছে নতুন রসায়ন। হালের ক্রেজ আরেফিন শুভ এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়া প্রথমবারের মত জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হচ্ছেন। শুভ-তানহা জুটি বাঁধছেন ‘ভালো থেকো’ নামের একটি ছবিতে।
ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। পরিচালনার পাশাপাশি ‘ভালো থেকো’ ছবির গল্প বাছাই ও চিত্রনাট্যও তৈরি করেছেন তিনি।
‘ভালো থেকো’ ছবির কাজ শুরু হবে খুব শিগগির। এ উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর এফডিসিতে জমকালো এক মহরতের আয়োজন করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র। ছবিতে শুভ-তানহা ছাড়াও দেখা যাবে আরো এক নায়ককে। প্রাথমিকভাবে আনিসুর রহমান মিলনের কথা উঠলেও সেটি এখনও চূড়ান্ত নয়। কারণ তিনি দেশের বাইরে আছেন- এমনটাই জানালেন ছবির নায়িকা তানহা।
তিনি বলেন, ‘বর্তমানে ‘ভালো থেকো’ ছবিটি নির্মাণের জন্য প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। ছবির জন্য রোববার একটি ফটোশুটে অংশ নিয়েছি আমি ও শুভ ভাই।’
ছবিটি প্রসঙ্গে তানহা বলেন, ‘জাকির হোসেন রাজু একজন গুণী নির্মাতা। তিনি অসংখ্য ব্যবসা সফল ছবির সৃষ্টা। আশা করছি স্যারের সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতা হবে। সেইসঙ্গে আরিফিন শুভ দেশের সেরা নায়কদের একজন। তার বিপরীতে আমার জুটিকে দর্শক গ্রহণ করবেন বলেই আশাবাদী আমি।’
তিনি আরো বলেন, ‘ভালো থেকো’ ছবিটি দারুণ কিছু উপহার দেবে দর্শকদের। এবং এই ছবিটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে বলে বিশ্বাস করছি।’
এদিকে নির্মাতা রাজু বলেন, ‘আমি সাধারণত প্রেমের গল্পের মধ্য দিয়ে চলচ্চিত্রে মানবতার কথা বলার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবার একটি স্বপ্নের ছবি বানাতে যাচ্ছি। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি। মানুষ বড় নাকি ধর্ম বড়- এই জিজ্ঞাসা ফুটিয়ে তোলা হবে ছবির কাহিনিতে।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno