দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ এলাকায় রোববার(২ অক্টোবর) ভোরে পারমেজ সাউথ ইস্ট এশিয়া লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। তবে অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও মিলের মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি করেছে।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে ওই মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে মিলে ছড়িয়ে পড়লে বৈদ্যুতিক যন্ত্রপাতি, মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মিলের কর্মকর্তা-কর্মচারীসহ ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের জেনারেল ম্যানেজার মো. গোলাম কিবরিয়া বলেন, আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি জানান।
এদিকে, মিলের প্রডাকশন ম্যানেজার দেবরাজ কুমার দে বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।