আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ১২:২৮
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

মির্জাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া নামক স্থানে শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হচ্ছেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

 

 

 

 

 

 

 

 

 

জানা যায়, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ গরুর হাট হচ্ছে ‘কাইতলা গরুর হাট’। প্রতি শনিবার কাইতলায় সাপ্তাহিক হাট বসে। ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮-১০টি মোটরসাইকেল ও একটি হায়েচ গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারটির গতিরোধ করে এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

 

 

 

 

 

 

 

পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে উল্লেখিত ব্যবসায়ীদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

 

 

 

 

 

 

গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে তারা ভয় পেয়ে যান। পরে অস্ত্র ঠেকিয়ে তাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।

 

 

 

 

 

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইসচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়