দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সোহাগপাড়া বাজারে শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুনে ৮ দোকান পুড়ে গেছে।
ব্যবসায়ী মো. বাবুল সিকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে সোহাগপাড়া বাজারের ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। এই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।