আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৪৮

মির্জাপুরে ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি আটক

 

দৃষ্টি নিউজ:

arrestটাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বাজারে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন, উপজেলার ভাওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. লিটন মিয়া (৪০), পাইখার ভাওড়া গ্রামের নওশের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের আছর আলীর ছেলে নুরুল ইসলাম (৪৫)।
অপরদিকে, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান শুভনকে বিকালে পুলিশ  আটক করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের এসআই মো. বদিউজ্জামান বলেন, ভাওড়া বাজারে লিটন মেম্বারের নেতৃত্বে লাখ লাখ টাকার জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno