দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুক্রবার(৬ জানুয়ারি) রাতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হচ্ছেন, উপজেলার কদম গ্রামের শনু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও স্ত্রী ফরিদা বেগম (৪০)। শনিবার(৭ জানুয়ারি) লতিফপুর ইউনিয়নের কদমা এলাকার ওই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে লতিফপুর ইউনিয়নের কদমা এলাকায় ওয়াজ মাহফিল শেষে খেয়া নৌকায় করে কয়েকজন যাত্রী কোনাই নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। অন্যরা সাতর কেটে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিল।