আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:০৬

মির্জাপুরে খেয়া নৌকা ডুবে তিনজনের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

tangail-mapটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুক্রবার(৬ জানুয়ারি) রাতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হচ্ছেন, উপজেলার কদম গ্রামের শনু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৬৫), তার ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও স্ত্রী ফরিদা বেগম (৪০)। শনিবার(৭ জানুয়ারি) লতিফপুর ইউনিয়নের কদমা এলাকার ওই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে লতিফপুর ইউনিয়নের কদমা এলাকায় ওয়াজ মাহফিল শেষে খেয়া নৌকায় করে কয়েকজন যাত্রী কোনাই নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। অন্যরা সাতর কেটে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno