আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:০৪

মির্জাপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

 

দৃষ্টি নিউজ:

dakat3-150x116টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতি করার সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ডাকাত। বুধবার (২৮ ডিসেম্বর) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)। আহত ডাকাত সদস্য সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজন ডাকাত দলের সর্দার বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মির্জাপুর অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বুধবার ভোর ৪টার দিকে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব এবং উফুলকী গ্রামের আজাহার আলী ও রবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই পাঁচ বাড়ি থেকে স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এসময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে স্থানীয়রা তিন ডাকাতকে ধরে ফেলে। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন ডাকাতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে দুই ডাকাত মারা যান।
ওসি আরো জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno