আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ১:০৪
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

মির্জাপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

দৃষ্টি নিউজ:

20160324014440টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝুলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সুবর্ণা মণ্ডল (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মির্জাপুর থানা পুলিশ নিহতের মরদেহ কুমুদিনী হাসপাতালের মর্গ থেকে উদ্ধার করেছে। এ ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
জানাগেছে, প্রায় ৯ বছর আগে মির্জাপুর উপজেলার মাঝুলিয়া গ্রামের পরেশের মেয়ে সুবর্ণার সঙ্গে একই উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি কোদালকাটা গ্রামের মঈন মণ্ডলের ছেলে বিনত মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সুবর্ণাকে তার স্বামী, ভাসুর মানিক মণ্ডল ও তার স্ত্রী নমিতা সরকার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এ নিয়ে গ্রামবাসী ওই পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও করেন। সুবর্ণার ৫ ও ২ বছরের দু’টি মেয়ে রয়েছে। বুধবার(১ মার্চ) দিবাগত রাতে সুবর্ণাকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পরে ঘটনাটি জানাজানি হলে আশপাশের বাড়ির লোকজন সুবর্ণাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। পরে সুবর্ণার মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে রাখা হয়।
এদিকে, গৃহবধূ সুবর্ণার মৃত্যুর খবর পেয়ে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুবর্ণার বাবা পরেশ ও বড় ভাই অমল জানান, ধনাঢ্য পরিবারে বিয়ে হওয়ার পর থেকে সুবর্ণার ওপর তারা বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করতেন। তারা এ হত্যাকাণ্ডের বিচার চান।
গোড়াই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দেওয়ান আব্দুল কাশেম জানান, সুবর্ণার সঙ্গে মাঝে মধ্যেই তার স্বামী, ভাসুর ও জা’র ঝগড়া বিবাদ হতো। এ নিয়ে তিনিসহ এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করেছেন।
মির্জাপুর থানার এসআই বাবুল হোসেন জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়