দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে ১৮ লিটার চোলাইমদসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, উপজেলার ভাওড়া ইউনিয়নের কোট বহুরিয়া গ্রামের মৃত ভজেন্দ্র সূত্রধরের ছেলে চিত্ররঞ্জন (৩৪) ও গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসমত (৩২)।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে দুই যুবক ব্যাগে চোলাই মদ নিয়ে মোটরসাকেলে যাচ্ছিলেন। এসময় তাদের সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাইমদসহ আটক করা হয়।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।