দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রায় ছয় মাস পর কবর থেকে রবিন খান নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার(২২ ফেব্রুয়ারি) বরাটি গ্রাম থেকে তাঁর মরদেহ তোলা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৬ আগস্ট মির্জাপুর উপজেলার বরাটি গ্রামের রবিন খানের ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তা দাফন করা হয়। ওই ঘটনায় তাঁর স্ত্রী রুবিনা বেগম হত্যার অভিযোগে একই বছরের ৯ নভেম্বর টাঙ্গাইলের আদালতে মামলা দায়ের করেন। এতে রবিনের দুই ভাই আলম খান ও রুবেল খান, বোনের স্বামী আব্দুর রহমান ও একই গ্রামের আব্দুল মালেককে আসামি করা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক এসএম তুহিন আলী বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুরে রবিন খানের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ও রুবিনা বেগম উপস্থিত ছিলেন।