আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ৪:৪৪
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

দৃষ্টি নিউজ:

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের পেকুয়া বাসস্ট্যান্ড এলাকায় রোববার(১৯ মার্চ) ভোরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, ঢাকার ধামরাই উপজেলার বাথুলী গ্রামের দেলোয়ার হোসেন (৪৮) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কান্দা বাজার গ্রামের মজিবুর রহমান (৪৮)। তারা কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার(১৮ মার্চ) দিবাগত রাতে নিহতরা কলা আনতে ট্রাকযোগে সখিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রোববার ভোর চারটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে গোড়াই-সখিপুর সড়কের পেকুয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি থামান। প্রকৃতির ডাকে সারা দিয়ে ভোর সাড়ে চারটার দিকে তারা ট্রাকের সামনে এসে দাঁড়ান। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়