আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:১৯

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

 

দৃষ্টি নিউজ:

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের পেকুয়া বাসস্ট্যান্ড এলাকায় রোববার(১৯ মার্চ) ভোরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, ঢাকার ধামরাই উপজেলার বাথুলী গ্রামের দেলোয়ার হোসেন (৪৮) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কান্দা বাজার গ্রামের মজিবুর রহমান (৪৮)। তারা কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার(১৮ মার্চ) দিবাগত রাতে নিহতরা কলা আনতে ট্রাকযোগে সখিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রোববার ভোর চারটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে গোড়াই-সখিপুর সড়কের পেকুয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি থামান। প্রকৃতির ডাকে সারা দিয়ে ভোর সাড়ে চারটার দিকে তারা ট্রাকের সামনে এসে দাঁড়ান। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno