দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু রেল সংযোগ সড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে সোমবার(১৩ মার্চ) ভোরে ট্রেনে কাটা পড়ে এরশাদ মৃধা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত এরশাদ মৃধা গোড়াইল গ্রামের তাজিবর মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় এলাকাবাসী গিয়ে তার মরদেহ সনাক্ত করেন। মরদেহটি তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানাগেছে।