দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ডে সোমবার(৫ ডিসেম্বর) সকালে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ দবিরুল ইসলাম(২৮) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ তল্লাসী চালায়। এ সময় একটি ট্রাংকে রাখা ১৫০ বোতল ফেনসিডিল সহ দবিরুলকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।