দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা নামকস্থানে সোমবার(৫ ডিসেম্বর) দুপুরে বাসের চাপায় স্বপন কুমার পাল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল সদরের এনায়েতপুর গ্রামের গোপিনাথ পালের ছেলে। মির্জাপুর পৌর শহরের বাইমহাটীতে ভাড়া থাকতেন স্বপন। মির্জাপুর উপজেলা পরিষদ এলাকায় নিজ দোকানে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন তিনি।
স্থানীয়রা জানায়, স্বপন দুপুরে মোটরসাইকেলে করে টাঙ্গাইল সদরে যাচ্ছিলেন। পথে আছিমতলায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।