আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:৪১

মির্জাপুরে বাস উল্টে নিহত ১ আহত ৮

 

দৃষ্টি নিউজ:

মির্জাপুরে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস

মির্জাপুরে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী নামক স্থানে বুধবার(২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহত আতাউর (৩০) মানিকগঞ্জ সদরের বারুল বাজার এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহকারী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আরএস পরিবহনের বাসটি রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আতাউর বাসের নিচে চাপা পড়েন। মুমুর্ষূ অবস্থায় তাঁকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান। এ ঘটনায় আহত হন আরো আটজন। তাদের মধ্যে চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই বাবলু শেখ জানান, নিহত ব্যক্তির লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসচালককে খুঁজে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno