আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৪:২৬
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

মির্জাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে গৃহবধূ নিহত

দৃষ্টি নিউজ:

Road-Accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত ও বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার(৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোণাবাড়ি থেকে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মাকসুদা খাতুন নিহত হন। এ সময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়