দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ৩৪টি বিয়ারের ক্যান ও ৬ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পালপাড়া গ্রামের অমূল্য পালের বাড়িতে অভিযান চালিয়ে ওই মদ উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার এসআই বদিউজ্জামান জানান, পাকুল্যা পালপাড়া গ্রামের অমূল্য পাল ও তার ছেলে শুভ পাল দীর্ঘদিন ধরে বাড়িতে গোপনে বিদেশি মদ ও বিয়ার রেখে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে শুভ পালের বসত ঘরের ভেতর থেকে ৩৪টি ব্লাক ডেভিট বিয়ার ও বিভিন্ন ব্যান্ডের ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে । এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, পলাতক বাবা-ছেলেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।