দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় মায়ের হাত ফসকে পুকুরের পানিতে ডুবে তায়েবা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(২৮ অক্টোবর) উপজেলার ভাওড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির বাবার নাম মো. রমজান আলী।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন তায়েবাকে না পেয়ে সকাল নয়টার দিকে ফায়ার সার্ভেসে খবর দেয়। ঘটনাস্থলে গিয়েও শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরে দুপুর ১২টার দিকে ডুবুরি তৎপরতা চালিয়ে পুকুর থেকে তায়েবার লাশ উদ্ধার করা হয়।