আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫৮

মির্জাপুরে মোটরসাইকেল চোর আটক

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-17টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় আহমেদ আলী (৩৫) নামের এক চোরকে আটক করেছে জনতা। বুধবার(৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড থেকে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আলী হোসেন শিকদারের ছেলে অপু শিকদার পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রোডের বাসার নিজতলায় এপাচি মোটরসাইকেল রেখে উপরে উঠেন। বিকাল তিনটার দিকে অপু বাসা থেকে নেমে দেখতে পান চোর আহমদ আলী তার মোটরসাইকেলের লক ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আহমদ আলী অপুকে দেখতে পেয়েই দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অপু এলাকাবাসীর সহায়তায় আহমদ আলীকে আটক করে থানায় সোপর্দ করেন।
মির্জাপুর থানার এসআই মো. মমিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ৬ মাসে মির্জাপুর উপজেলা প্রশাসন চত্বর, কুমুদিনী হাসপাতাল গেট, বাজারসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১০/১২টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno