আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৬:৪৫

মির্জাপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

 

দৃষ্টি নিউজ: 

road-accident-220160907185007বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী নামক স্থানে মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকালে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আহতদের মধ্যে ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রা ব-১১ ৫১১৯) সোমবার রাতে রংপুর থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। মঙ্গলবার সকালে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা কমবেশি আহত হন। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।
দুর্ঘটনার পর মহাসড়কের উপর গাড়ি রেখে চালকরা ঘুমিয়ে পড়ায় উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়া চালকদের জাগিয়ে তুলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনার পর চালকরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno