আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:৪৮

মির্জাপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-86
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া গ্রামে মো. দুদু শেখ (৪৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকর দুদু শেখ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মৃত আজাহার আলীর ছেলে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা তিনি কাজের খোঁজে ওই এলাকায় এসেছিলেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) তুহিন আলী জানান, স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই শ্রমিককে কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno