আজ- বুধবার | ২৩ এপ্রিল, ২০২৫
১০ বৈশাখ, ১৪৩২ | সকাল ১১:২৩
২৩ এপ্রিল, ২০২৫
১০ বৈশাখ, ১৪৩২
২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ, ১৪৩২

মির্জাপুরে হাঁত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দৃষ্টি নিউজ:

0m5
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া থেকে বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) হাঁত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত(২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে হাঁটতে গিয়ে মহাসড়কের গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া যুঁইযুঁথি ফিলিং স্টেশনের কাছে এএনবি ব্রিকসের দক্ষিণ পাশে হাঁত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোন এলাকা থেকে যুবককে ধরে এনে খুন করে মরদেহের হাঁত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে গেছে। তার নাকে ও মুখে রক্তাক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অারো জানান, যুবকের পরিচয় এখন পর্যন্ত মেলেনি। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়