দৃষ্টি নিউজ:
সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের শতাধিক বস্তা চাল পাচারকালে জব্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নযায় থেকে এসব চাল জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিকেও জব্দ করা হয়।
মির্জাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাচার কাজে সম্পৃক্ত কাউকে এখনো আটক করা যায়নি। তবে শতাধিক বস্তা চাল জব্দ করা হয়েছে।