আজ- ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:১৪

মির্জাপুরে ৫০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

 

দৃষ্টি নিউজ:

las..1টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ টাকা না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে সানজিদা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামে এ ঘটনা ঘটে। সানজিদা উয়ার্শী ইউনিয়নের মসদই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে সানজিদা আক্তার সহপাঠীদের সঙ্গে পার্শ্ববর্তী তেঘুরি কেজি স্কুলের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে ৫০ টাকা বায়না করেন। দরিদ্র বাবা-মা ৫০ টাকা দিতে না পারলেও ৩০ টাকা সানজিদার হাতে তুলে দেন। ৫০ টাকা না পেয়ে সানজিদা সহপাঠীদের সঙ্গে অনুষ্ঠানে যেতে না পেরে অভিমান করে সন্ধ্যায় তাদের বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মির্জাপুর থানা পুলিশের এসআই নুরুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সানজিদার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno