আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:১৯
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

মির্জাপুর প্রেসক্লাবের নয়া কমিটি গঠিত

দৃষ্টি নিউজ:

dristy-d-41টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরি কমিটির নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় শামসুল ইসলাম সহিদকে সভাপতি ও এসএম এরশাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সকালে বিদায়ী সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি শামসুর ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, মীর আনোয়ার হোসেন টুটুল, জাহাঙ্গীর হোসেন, সোহেল মোহসীন শিপন প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন, বিদায়ী সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী।
বাদ জু’মা দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, পরিদর্শক (তদন্ত) তুহিন খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মেদ, সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ।
পরে বিকালে দৈনিক সংবাদ পত্রিকার মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদকে সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি এসএম এরশাদকে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়