প্রথম পাতা / টপ সংবাদ /
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার চার্জ গঠন আবারও পেছাল
By দৃষ্টি টিভি on ১৫ ফেব্রুয়ারী, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আবারও পেছাল। বুধবার(১৫ ফেব্রুয়ারি) আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য্য ছিল। হত্যা মামলার প্রধান আসামী আমানুর রহমান খান রানা এমপি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অসুস্থ হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে টাঙ্গাইল আদালতে পৌঁছতে পারেননি। ফলে মামলার চার্জ গঠনের তারিখ আবারও পিছিয়ে আগামী ১৫ মার্চ নয়া তারিখ ধার্য্য করেছেন বিচারিক আদালত।
আদালত সূত্রে জানা যায়, মামলায় জামিনে থাকা তিন আসামী ও হাজতী তিন আসামীর জন্য আদালতে হাজিরা দাখিল করা হয়। কিন্তু মামলার প্রধান আসামী আদালতে উপস্থিত না হওয়ায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। টাঙ্গাইলের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর আহমেদ আসামীদের বিরুদ্ধে আগামী ১৫ মার্চ তারিখে অভিযোগ গঠনের দিন ধার্য্য করেছেন।
উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তাঁর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকান্ডের সঙ্গে এমপি আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এমপি রানা ও তার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
কোটি টাকা হাতিয়ে আদম বেপারী লাপাত্তা!
-
টাঙ্গাইলের ৮টি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
-
যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
-
টাঙ্গাইলের ৪টি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
-
টাঙ্গাইল-১, ৫ ও ৬ আসনে লড়ছেন তিন ‘খন্দকার’
-
সারাদেশে ৫.৬ মাত্রার ভূকম্পন
-
সব ওসিকে বদলির নির্দেশ ইসির
-
ভিক্ষুকের মরদেহের পরিচয় চায় পুলিশ
আপডেট পেতে লাইক করুন
