আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১২:০৯
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবিতে শিশুসহ ১৫জন নিখোঁজ

বাংলাদেশের চাঁদপুরের কাছে একটি ট্রলার ডুবির পর অন্তত ১৫জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে পাঁচটি শিশু এবং দুইজন নারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ অলি বিবিসিকে জানান, সকাল সোয়া ৯টার দিকে হাইমচরের কালিখোলা ঘাট থেকে ট্রলারটি ঈশাণখোলার দিকে রওনা হয়। এ সময় ট্রলারটিকে ৫৫জন যাত্রী ছিল। যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, কিছু পরেই নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। অনেকে সাতরে তীরে উঠতে পারলেও, এখনো অন্তত ১৫জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে পাঁচটি শিশু আর দুইজন নারী রয়েছেন বলে তিনি জানান। তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়