আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:৩৭
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

মৌসুমের প্রথম শিলাবৃষ্টি সিলেটে

দৃষ্টি রিপোর্ট:

সিলেটে হয়ে গেল মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বজ্রবৃষ্টির সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। রাতে কয়েক দফায় শিলাবৃষ্টিতে ক্ষেতের ফসল নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সিলেট সদর উপজেলা, জৈন্তাপুর, গোয়াইনঘাটসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির ছবি-ভিডিও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

 

 

 

 

 

 

 

 

নগরের মীরাবাজারের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, শিলাবৃষ্টি শহরে যেভাবে হয়েছে, গ্রামাঞ্চলে একইভাবে হলে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন। সিলেট ছাড়াও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। সেখানকার স্থানীয়রা জানান, মাত্র ৫ মিনিটের শিলাবৃষ্টি ভয় ধরিয়েছে কৃষকদের মনে। বিশেষ করে তরমুজ চাষিরা পড়েছেন বিপাকে।

 

 

 

 

 

 

 

রাতে হাকালুকি পাড়ের কৃষক মশাহিদ আলী ও শামীম আহমদ বলেন, এবার তারা তরমুজ চাষ করেছেন। শিলাবৃষ্টি হওয়ায় চরম দুশ্চিন্তায় আছি। তরমুজ এখনো পরিপক্ব হয়নি। শিলাবৃষ্টি যেভাবে হয়েছে, তাতে হাওর অঞ্চলে ব্যাপক ক্ষতি হতে পারে।

 

 

 

 

 

 

 

শিলাবৃষ্টিতে ব্যাহত হয় সিলেটের বিদ্যুৎ সরবরাহ, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ঝড় ও শিলাবৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্বাভাবিক ছিল না।

 

 

 

 

 

 

 

 

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, রাত ৯টা পর্যন্ত ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। এরপরও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়