দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬নং নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. নুর আলম (লুহু)।
সম্প্রতি নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আ. মতিন সরকারের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ১২ সদস্যের ভোট পেয়ে ২ নং ওয়ার্ডের সদস্য মো. নুর আলম (লুহু) বিজয়ী হন।
এদিকে, ৭নং ওয়ার্ডের সদস্য মো: নুরুল হক প্রামাণিক ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মাকমুদা হালিম (কমলা) অতিরিক্ত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইউপি চেয়াম্যান মতিন সরকার জানান, নিকরাইল ইউনিয়নকে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। প্যানেল চেয়ারম্যান ও অতিরিক্ত প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সে কাজ আরো্একধাপ এগিয়ে গেল বলে জানান তিনি।
স্থানীয় সরকার শক্তিশালী করণ, ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজের জন্য সকলের সেযোগিতা প্রত্যাশা করেন তারা।