দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে রফিক-রাজু বৃত্তি ফাউন্ডেশনের বাৎসরিক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার(১৫ নভেম্বর) জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
রফিক-রাজু শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, প্যানেল মেয়র-২ তানভীর হাসান ফেরদৌস নোমান, পৌরসভার কাউন্সিলর মো. হাফিজুর রহমান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রফিক-রাজু ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে রফিক-রাজু শিক্ষা পরিবারের বিভিন্ন শাখার প্লে থেকে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুর ও সাধারণ গ্রেডের ২৫২ জন বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।