যৌন কর্মিদের পাশাপাশি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যায় পড়ুয়া মেয়েরাও জড়িয়ে পড়ছে দেহব্যবসায়। বিশেষ করে হোস্টেলে থাকা মেয়েরা একটা বিলাশিতার জন্য এই পেশায় জড়িয়ে পড়ছেন। এ সব বহুতল ফ্লাটে যে দেহব্যবসা চলে তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। আর এই সব কলেজ পড়ুয়া মেয়েদের কাছে আসেন উচ্চপদস্থ সরকারী কর্মচারী কিংবা ধনীর দুলালরা।
রাজধানীর একশ্রেনীর কলেজের ছাত্রীরা এসব কর্মকান্ড করেন বলে জানান। আর এ পেশায় কেউ বা আসেন সুখের জন্য আর কেউ বা পেটের তাড়নায়।
রাজধানীর বিভিন্ন এলাকার এমনই খবর নিয়ে আরটিভির বিশেষ আয়োজনের চতুর্থ পর্বের চিত্র আপনাদের তুলে ধরা হচ্ছে।
https://www.youtube.com/watch?v=AQqace-Ldyc