দৃষ্টি নিউজ:
২৪ ঘণ্টায় দুই কোটি ১০ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। নতুন এই রেকর্ডে সেতুটিতে টোল আদায় হয়েছে ৪৮ ঘণ্টায় ৪ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা।
শুক্রবার(৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার(১০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরুবোঝাই ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের সাড়ে ২৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এই রেকর্ডের সৃষ্টি হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।