দৃষ্টি নিউজ:
পবিত্র মাহে রমজানের আগেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন হবে রোজার আগেই- অন্য ধাপের ভোট হবে ঈদের পর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, আমরা তালিকা পেয়েছি সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত আছি। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।
অতিরিক্ত সচিব বলেন, ৪৮৫ টা নির্বাচনযোগ্য উপজেলার তালিকা পেয়েছি। যেহেতু ২০১৮ সালে মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী সব উপজেলাই নির্বাচনযোগ্য।
এই কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা সামনে এবং রোজার বিষয়টি আমরা বিবেচনা করবো। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন না হওয়ার প্র্যাকটিস আছে, সেজন্য রোজার আগে নির্বাচন হতে পারে, পরবর্তী ধাপগুলো ঈদের পরে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কমিশন অনুমোদন দেয় তাহলে রোজা শুরু হওয়ার আগেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। আগামি ১০ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভর করে) থেকে পবিত্র মাহে রমজানের রোজা শুরু হওয়ার কথা রয়েছে।