দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরুর লক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটরিয়াম-২ তে আগামী ২৯ নভেম্বর কার্যক্রমের যাত্রা শুরু কল্পে এ মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।