আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:১১

শিবনাথ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-25
টাঙ্গাইল শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ১১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানিজিং কমিটির সভাপতি সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা শিা অফিসার লায়লা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মো. আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, বিদ্যালয়ের শরীর চর্চা শিক আব্দুর রশীদ মিয়া। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ টি ইভেন্টে খেলা পরিচালনা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno