আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫৪

শিল্পী-সাহিত্যিকদের মধ্যে ভেদাভেদ থাকতে নেই :: ড. আব্দুর রাজ্জাক

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-87
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সৃজনশীল প্রত্যেক মানুষের মনকে আরো অনেক বড় করতে হবে, কেননা তাদের কাজ পুরো পৃথিবীর মানবতার জন্য। মনে রাখতে হবে শিল্পী-সাহিত্যিকদের মধ্যে কোন ভেদাভেদ থাকতে নেই, তাদের মধ্যে কোনো ধরণের গড়মিল থাকা উচিত নয়। তাদের কাজ হবে সারা পৃথিবীর মানুষের জন্য। সঙ্কীর্ণতা থেকে প্রত্যেককে বেড়িয়ে আসার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সংবাদিকদের কাজ হবে নতুন কিছু তৈরি করা, যা আমাদের জাতিকে সুন্দরের দিকে নিয়ে যাবে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসকাবে ‘দৈনিক প্রগতির আলো’ পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পী জিয়াদ সিদ্দিকির কন্ঠে গাওয়া ‘দৈনিক প্রগতির আলো’ পত্রিকার থিম গানটির প্রশংসা করে ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা সাম্যের গান গাইতে চাই, সকল মানুষের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমান অধিকার চাই, গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা চাই। এ ক্ষেত্রে আমার বিশ্বাস টাঙ্গাইলকে উন্নত করার জন্য- বংলাদেশকে উন্নত করার জন্য ‘দৈনিক প্রগতির আলো’ পত্রিকার থিম গানটির সুর আমাদের এগিয়ে নিয়ে যাবে।dristy-dir-88
পত্রিকাটির সম্পাদক আনোয়ার সা’দাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।


এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এমএ ছাত্তার উকিল, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট এস আকবর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান, উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, বন ও পপরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ তারেক পুলু, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া(বড় মনি), জেলা পরিষদের সদস্য রাজিয়া সিদ্দিকী সুমি, পৌর কাউন্সিলর হোসনে আরা বিউটি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক রাশেদ খান মেনন রাসেল। পরে কেক কেটে দৈনিক প্রগতির আলোর ১৬তম বর্ষে পদার্পন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত স্বরচিত গল্প, কবিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno