আজ- শুক্রবার | ১৮ জুলাই, ২০২৫
৩ শ্রাবণ, ১৪৩২ | সকাল ১০:৫৫
১৮ জুলাই, ২০২৫
৩ শ্রাবণ, ১৪৩২
১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ, ১৪৩২

শুটিংস্পটে নির্মাতা অনুরাগের চুল কেঁটে আলোচনায় ক্যাটরিনা

দৃষ্টি বিনোদন:

1486443955
নায়িকা ক্যাটরিনাকে অনেকে ভয় পান তার গাম্ভীর্য আচরণ আর চুপচাপ থাকার কারণে। তবে সমালোচকদের এমন মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন এবার। কাজের জায়গায় মজা করতে কোন অংশে কম যান না তিনি। শুটিংস্পটে যেন নাপিত হয়ে নিজেকে হাজির করলেন।
বিষয়টা খুলে বলি। বর্তমানে ক্যাটরিনা জাগ্গা জাসুস সিনেমার বাকি অংশের শুটিংয়ে ব্যস্ত। এই শুটিংসেটের ফাঁকে তিনি যা করেছেন তাতে কিন্তু মোটেও বিশ্বাস হবার না। নির্মাতা অনুরাগের চুল কাঁটার সফল কাজটি তিনি করে দেখিয়েছেন।
সোমবার(৬ ফেব্রুয়ারি) টুইটারে এ খবর শেয়ার করেছেন জাগ্গা জাসুস সিনেমার পরিচালক অনুরাগ বসু। ৫ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে দেখা যায়, নির্মাতা অনুরাগ বসুর চুল ছেঁটে দিচ্ছেন ক্যাটরিনা। প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়েছে ভিডিওটি।
উল্লেখ্য, একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে জাগ্গা জাসুস। সিনেমায় ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়