আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | ভোর ৫:২৫
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

শৈলকুপায় তিন বছরেও চালু হয়নি দু’টি ফেরি!

দৃষ্টি নিউজ, ঝিনাইদহ:

dristy-10
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক ও জনপদের দেওয়া দু’টি ফেরি তিন বছরেও চালু হয়নি। কোনো কাজ কর্ম ছাড়াই সরকারি বেতন ভাতা উত্তোলন করছে ফেরির কর্মচারীরা। উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের খেয়াঘাটে ফেরি দু’টি অচল অবস্থায় পরে রয়েছে। এ বিষয়ে সরকারের নেই কোনো উদ্যোগ।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, ২০১২ সালের প্রথম দিকে সড়ক ও জনপদ বিভাগ উপজেলার লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়াঘাটে যানবাহন পারাপারের জন্য বগুড়া-মাদারীপুর থেকে দু’টি ফেরি নিয়ে আসে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে স্থানীয় বড় মহলের যোগসাজে ফেরি চালক মোজাম্মেল ফেরি চালু করে যানবাহন পারাপার করতে থাকে। রশিদ দিয়ে টোল আদায়ের নিয়ম থাকলেও বিনা রশিদে পারাপারকৃত যানবাহন খেকে টাকা উত্তোলন করে আত্মসাত করতে থাকে। বিষযটি কর্তৃপক্ষ জানতে পারলে ফেরি চালক মোজাম্মেল হকের নামে বিভাগীয় মামলা দায়ের করে। সেই সাথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে কয়েক লাখ টাকা দিয়ে নির্মাণ করা ফেরি ঘাট ধংস হয়ে গেছে। ফেরি চালু না হওয়ায় এখানকার যানবাহণ ১০০ কিলোমিটার ঘুরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে ফেরি দু’টি অযত্নে পড়ে থাকায় মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়