আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:০৮

সখীপুরে ইউএনও -ওসি’র প্রত্যাহার রায় স্থগিত

 

দৃষ্টি নিউজ:

dristy-3
টাঙ্গাইলের সখীপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম রফিকুল ইসলাম ও সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকছুদুল আলমকে হাইকোর্টের প্রত্যাহারের রায় স্থগিত করা হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) ইউএনও-ওসির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও নুরুল ইসলাম সুজন।
এর আগে ভ্রাম্যমাণ আদালতে স্কুল শিক্ষার্থী ছাব্বির সিকদারকে দুই বছরের সাজা দেন ইউএনও। এ নিয়ে ১৮ অক্টোবর সখীপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহার করে ঢাকা ডিবিশনের বাইরে পাঠানোর আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে ওই শিক্ষার্থীর সাজা অবৈধ ঘোষণা করে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেন আদালত।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno