আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৪:৩৫
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

সখীপুরে এসএসসির ফরম পূরণ না করায় তিন শিক্ষার্থীর আত্নহত্যার চেষ্টা

দৃষ্টি নিউজ:

dristy-pic-fo-81
টাঙ্গাইলের সখীপুরের পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় কীটনাশক পানে তিন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার(১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে অস্বীকৃতি জানালে একযোগে তারা বিদ্যালয় ক্যাম্পাসে কীটনাশক পান করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের চলতি এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলে ব্যবসায় শাখার বিভাগের ছাত্র আলবী রহমান খান (১৬), আসিফ আহমেদ (১৬) ও রাহাদ আহমেদ (১৬) একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। এতে স্কুল কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে অস্বীকৃতি জানান।
বুধবার(১৬ নভেম্বর) সকালে ওই তিন শিক্ষার্থী আবারও ফরম পূরণে স্কুলে গেলে চূড়ান্তভাবে তাদের ফরম পূরণ করা হবে না বলে জানিয়ে দেয়া হয়। এতে মনের ক্ষোভে তিন শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসেই একযোগে কীটনাশক পান করে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা বেগম সুমি বলেন, কীটনাশক পানে গুরুতর আহত তিন শিক্ষার্থীর অবস্থার অবনতিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, সরকারি বিধি মোতাবেক প্রাক-নির্বাচনী পরীক্ষায় কোনো পরীক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাদের ফরম পূরণে বিধিনিষেধ রয়েছে। এ জন্য ওই তিন শিক্ষার্থীর ফরম পূরণ করা যায়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়