দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুর থেকে শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজছাত্র ও আবদুল গফুর মোল্লা ওরফে খাজু মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খাদ্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকাল ও দুপুরে লাশ দু’টি উদ্ধার করা হয়। শাকিল উপজেলার কালিয়ান গ্রামের শাজাহানের ছেলে ও খাজু মিয়া একই উপজেলার ইছাদিঘী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, খাজু মিয়া সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টার দিকে খাজুর ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্টার পোল্ট্রি ফিড’ এর কর্মচারী দোকান খুলেই ভেতরে ধর্ণার(আড়া) সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় খাজুর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে নিজ বাড়ির শোবার ঘর থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় কলেজছাত্র শাকিল আহমেদের লাশ উদ্ধার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, দুইজনের মৃত্যুই রহস্যজনক। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।