আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:১৪

সখীপুরে তিন করাতকল মালিক আটক

 

দৃষ্টি নিউজ:

tangail-arest20160919202400

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন তিনটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ সময় তিন করাতকল মালিককে আটক করা হয়। সোমবার(১৯ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) মো. সাজ্জাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, করাতকল মালিক আবদুল হক, সাদেক আলী ও সাজেদুর রহমান। উচ্ছেদ করাতকলগুলো হচ্ছে, নাকশালা বাজারের আবদুল আজিজের করাতকল, দাড়িয়াপুর আকন্দপাড়া বাজারের লুৎফর রহমান আকন্দের করাতকল এবং দাড়িয়াপুর আবাদিবাজারে আবদুল হকের করাতকল।
টাঙ্গাইল সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) মো. সাজ্জাদুজ্জামান বলেন, অবৈধ করাতকল উচ্ছেদ অভিযানে সখীপুরে তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে তিন করাতকল মালিককে আটক করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno