আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:২১

সখীপুরে সড়ক দুর্ঘটনা নিহত ১ আহত ৬

 

দৃষ্টি নিউজ:

123
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও অপর ৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকালে সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর সাবস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বড়চওনা বাইতুস সেফা হাসপাতাল ও সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর সাবস্টেশন এলাকায় জোরদিঘী থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী দেবরাজ গ্রামের আয়নাল হকের স্ত্রী শাহিদা আক্তারের (৩০) ঘটনা স্থলেই মৃত্যু হয়। দুই শিশুসহ অপর ৬ আরোহী গুরুতর আহত হলে তাদের বড়চওনা বাইতুস সেফা হাসপাতাল ও সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno