দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, পারিবারিক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত উপজেলার ঘেচুয়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে নজরুল ইসলাম ও ১০৭ ধারার পরোয়ানাভূক্ত চকচকিয়া শ্রীপুর গ্রামের হায়েত আলীর ছেলে ময়েজ উদ্দিন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।