দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানের চাপায় মিনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার(১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে বেড়বাড়ী দাখিল মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিনা বেগম উপজেলার যাদবপুর গ্রামের মামুদ আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাবার বাড়ি যাদবপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি পাশের মির্জাপুর উপজেলার দড়ানিপাড়া গ্রামে যাওয়ার পথে বেড়বাড়ী মাদ্রাসার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এ সময় তাঁর মাথা ফেঁটে ঘটনাস্থলেই মিনার মৃত্যু হয়।